১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আসছে অ্যান্ড্রয়েড ১৫

-

নতুন এসব সুবিধাসহ আগামী মে মাসে অনুষ্ঠেয় ‘গুগল আই/ও ২০২৪’ সম্মেলনে নতুন এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উন্মুক্ত হতে পারে। প্রথম ধাপে গুগল পিক্সেল, স্যামসাং গ্যালাক্সি এস সিরিজসহ কিছু স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। যেসব নতুন সুবিধা অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে যুক্ত হতে পারে, তার সম্ভাব্য তালিকা দেখে নেয়া যাক।
সাধারণত স্মার্টফোনে নোটিফিকেশন এলে নোটিফিকেশনের জন্য নির্ধারিত শব্দ শোনা যায়। অনবরত নোটিফিকেশন এলে এ শব্দে বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের নতুন অনবরত নোটিফিকেশন এলে স্বয়ংক্রিয়ভাবেই শব্দের মাত্রা হ্রাস পাবে। অর্থাৎ পূর্ববর্তী নোটিফিকেশন শব্দের তুলনায় পরবর্তী নোটিফিকেশনের শব্দের মাত্রা হ্রাস হবে।
অ্যান্ড্রয়েড ১৫-এ ব্যবহারকারীরা স্মার্টফোনের পুরো পর্দার বদলে নির্দিষ্ট একটি অ্যাপের উইন্ডো শেয়ার ও রেকর্ড করতে পারবেন। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষা আরো বাড়বে। ক্ষতিকর অ্যাপ থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সুরক্ষিত রাখতে সেনসিটিভ নোটিফিকেশন সুবিধা পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫-এ।
অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সংযোগের সুবিধা পাওয়া যেতে পারে। ফলে যেসব জায়গায় মুঠোফোনের নেটওয়ার্ক দুর্বল থাকবে, সেখানে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে যোগাযোগ করা যাবে। আইফোনে ব্যাটারি হেলথ জানার সুবিধা থাকলেও অ্যান্ড্রয়েডে তা নেই। নতুন অপারেটিং সিস্টেমে এ সুবিধা মিলতে পারে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে যুক্ত হতে পারে নতুন ভলিউম প্যানেল। নতুন নকশার প্যানেলটি হবে পাতলা ও পিল আকৃতির। থাকবে নয়েজ কন্ট্রোল সুবিধাও।


আরো সংবাদ



premium cement
আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি

সকল