১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘূর্ণিঝড়ের সময় বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে সরকারের নিরাপত্তা পরামর্শ

ঘূর্ণিঝড়ের সময় বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে সরকারের নিরাপত্তা পরামর্শ - প্রতীকী ছবি।

 

বাংলাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। এ প্রভাবে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুতের সমস্যার সাথে সাথে বিদ্যুতের সংযোগ থেকে দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। তেমন কোনো সম্ভাবনা দেখলে বিদ্যুৎ বিলের কাগজের পেছনে দেয়া অভিযোগ কেন্দ্রগুলোর মোবাইল নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এছাড়াও সবাইকে নিরাপদ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সবাইকে অনুসরণ করতে বলা হয়েছে-

১. ছেঁড়া তার এড়িয়ে চলুন

কোনো ছেঁড়া তার চোখে পড়লে স্পর্শ করবেন না বা সরানোর চেষ্টা করবেন না। তাৎক্ষণিক নিকটবর্তী বিদ্যুৎ অফিসকে জানাবেন।

২. বিদ্যুৎ লাইনের ওপর গাছ দেখলে ধরবেন না

বিদ্যুৎ লাইনের ওপর গাছ বা গাছের ডালপালা বা অন্য কোনো বস্তু পড়ে থাকতে দেখলে বিদ্যুৎ অফিসে জানান।

৩. ঝড়-বৃষ্টিকালে বৈদ্যুতিক খুঁটি বা তার ধরবেন না

ঝড়, বৃষ্টি, বজ্রপাত বা যে কোনো ভেজা বৈদ্যুতিক খুঁটি বা টানা তার স্পর্শ করা থেকে বিরত থাকুন।

৪. মিটারের কভার তার পরীক্ষা

মিটারের কভার তার পরীক্ষা করে দেখবেন কোনো ক্ষতি হয়েছে কিনা। তার ছিঁড়ে বা কেটে গেলে নিজে ঠিক করার চেষ্টা না করে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন। কোনো কভার তারে কাপড় শুকাতে দেবেন না।

৫. বিদ্যুৎকর্মীদের সহযোগিতা করুন

প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসতে হবে। যেকোনো কাজে বিদ্যুৎ কর্মীরা সহযোগিতা চাইলে সহযোগিতা করতে চেষ্টা করুন।

বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

পল্লী এলাকায় বিদ্যুতের সমস্যায় যোগাযোগের জন্য সার্বক্ষণিক খোলা থাকবে যে নাম্বারগুলো-

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বর ০১৭৯২-৬২৩৪৬৭, ০২-৮৯০০৫৭৫,

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-

বরিশাল অঞ্চল- ০১৭১৩-৮৫০২১৮,

খুলনা অঞ্চল- ০১৭১৩-৮৫০২১১,

পটুয়াখালী অঞ্চল- ০১৭১৩-৮৫০২১৯


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল