০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ফণীর বৃষ্টিতে কমলো ঢাকার গরম

ফণীর বৃষ্টিতে কমলো ঢাকার গরম - নয়া দিগন্ত

গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ট রাজধানীবাসীকে স্বস্তি দিয়েছে বৃষ্টি। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঢাকায় আজ কয়েক দফায় বৃষ্টি হয়েছে। প্রায় দুই কোটি মানুষের এই নগরে ২০ দিন আগে শেষবারের মতো বৃষ্টি ঝরেছিল।

উত্তর বঙ্গোপসাগরে গত ২৭ এপ্রিল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পাঁচ দিন পর বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে ভারতের ওডিশায় আঘাত হানে ফণী। প্রায় সাত শ কিলোমিটার দূরে প্রবল এই ঘূর্ণিঝড় আঘাত হানলেও বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রভাব পড়তে সময় লাগে মাত্র ১০ মিনিট।

সকাল সোয়া নয়টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরতে শুরু করে ঢাকার বিভিন্ন এলাকায়। ১০ মিনিট বৃষ্টির পর আধা ঘণ্টার বিরতি। এ সময় আবার রোদ ওঠে। আধা ঘণ্টা পর আবার ধূসর মেঘে ছেয়ে যায় ঢাকার আকাশ। এবার বেশ ভারী বৃষ্টি পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

১৩ এপ্রিল বৃষ্টির পর ঢাকা ছিল প্রায় বৃষ্টিহীন। এরপর বৈশাখ মাস চলে এলেও দেশের এই মধ্যাঞ্চলে বৃষ্টি একেবারেই ছিল না। এ সময় ঢাকার ওপর দিয়ে বয়ে যায়নি কালবৈশাখী। বৃষ্টি ও ঝড় না হওয়ায় দেশের অন্যান্য এলাকার মতো ঢাকা শহরে তাপমাত্রা বাড়তে থাকে। তীব্র গরমে হাঁসফাঁস করতে থাকে নগরবাসী। তাদের অপেক্ষা কেবল এক পশলা বৃষ্টির। প্রবল ঘূর্ণিঝড় হলেও ফণীর প্রভাবে বৃষ্টি আজ সাপ্তাহিক ছুটির দিনের ঢাকা মহানগরে স্বস্তি এনে দিয়েছে।

ফণী শুক্রবার সন্ধ্যার পর খুলনা পেরিয়ে ঢাকার দিকে আসবে। দুর্বল হয়ে গেলেও ফণীর কারণে শুক্রবার সারা রাত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। শনিবার ফণীর প্রভাবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরে পরিচালক শামছুদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশে যখন ফণী প্রবেশ করবে, তখন এর গতি অর্ধেকে নেমে ৮০-১০০ কিলোমিটার হবে। ধীরে ধীরে ফণী স্থল নিম্নচাপে পরিণত হয় চলে যাবে ভারতের আসাম ও মেঘালয়ের দিকে। তবে এর প্রভাবে আজ রাত ও কাল শনিবার সারা দিন বৃষ্টি থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই গৌরনদীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম ৫ টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি

সকল