১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উজিরপুর ও দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি

-


বরিশালের উজিরপুরের শিকারপুরের কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ড ঘটেছে এতে নগদ টাকা ও মালামালসহ ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে চিচিনিকল মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বাজারে কাঁচাবাজারের আড়তে অগ্নিকাণ্ডে নগদ টাকা ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল সকালে উজিরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার মো: কলিমুল্লাহ জানান, উপজেলার শিকারপুর ইউনিয়নের শিকারপুর বন্ধুরের কাঁচাবাজারের তিনটি দোকানে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় স্থানীয়রা উজিরপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী জয়শ্রী গ্রামের মাসুম ভূঁইয়া জানান, দোকানের ভিতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তার দোকান পুড়ে ৩০ হাজার টাকার ক্ষতি হয়।
মুন্ডপাশা গ্রামের ব্যবসায়ী সোহাগ বেপারী জানান,তার কাঁচামালের দোকান পুড়ে ৪০ হাজার টাকা ক্ষতিসাধন হয়। জয় শ্রী গ্রামের মুদি ব্যবসায়ী কুদ্দুস হাওলাদার জানান, তার দোকানে ৫০ লাখ টাকার মালামাল ও অর্থ পুড়ে গেছে।
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকল মার্কেটে গত মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে গেছে। এতে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জিল বাংলা সুগার মিল্স মার্কেটের দোকান মালিক সৈয়দ আহম্মদ, দুলাল মিয়া, নুরল ইসলাম ফুল মিয়া এবং পাশের ব্যবসায়ী আঃ কাদের হাজীর ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মো: আলমাছ হোসেন নয়াদিগন্তকে জানান, রাত পৌনে ২টায় শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মিল বাজারের আঃ করিম সরদারের পুত্র সৈয়দ আহম্মেদের দোকান থেকে। এ সময় বাজার পাহারাদার আজিজুল হক ও আঃ ছাত্তার প্রথমে ফোন করে অগ্নিকাণ্ডের খবর জানায় বাজার কমিটির সাধারণ সম্পাদক রানা ও স্থানীয় কাউন্সিলর আঃ মান্নান মোল্লাকে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর ফায়ার সার্ভিসের লোকজন।

সৈয়দ আহম্মদ তার দোকানের সব মালামাল ও নগদ অর্থসহ সাড়ে ১৫ লাখ টাকার ক্ষতির কথা জানান। অন্য ব্যবসায়ীদের মধ্যে দুলাল মিয়া জানান, তার দোকানের মালামাল ও নগদ অর্থসহ তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকান নং-১৫। ব্যবসায়ী নুর ইসলাম ফুল মিয়া জানান, তার ১৩ নং দোকানে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: আবুল কালাম আজাদ, জামালপুর জেলার সেরা করদাতা মেসার্স দূর্গা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্যামল চন্দ্র সাহা, জেলা পরিষদ সদস্য মো: হারুন অর রশিদ হারুন, কাউন্সিলর আঃ মান্নান মোল্লা, দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ ওমর ফারুকসহ অন্যরা।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল