নিখোঁজ ছাত্রদল নেতা রাসেলকে হাজির করতে হাইকোর্টে রিট
- নিজস্ব প্রতিবেদক
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
নিখোঁজ’ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে হাজির করতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস রিট দায়ের করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার এ রিট দায়ের করেন বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছে।
তিনি বলেন, সন্তানের সন্ধান চেয়ে আজ হাইকোর্টে আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার হেবিয়াস কর্পাস রিট করেছেন। তিনি সন্তানের সন্ধান চান। আমরা আশা করছি আগামী সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি হবে। দেশে আজকে যে একটা অমানবিক অবস্থা সৃষ্টি হয়েছে বা চলছে রাসেলকে গুম করা এর একটা অন্যতম উদহারণও বটে।
একটি জাতীয় দৈনিকে মঙ্গলবার ‘আট দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আট দিন আগে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধান পাওয়া যায়নি এখনো। তার পরিবার সংশ্লিষ্ট থানা-পুলিশ, হাসপাতাল, র্যাব, গোয়েন্দা সংস্থা- সব জায়গায় খোঁজ নিয়েছে। কোথাও তার হদিস নেই। তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, আতিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তিনি গোয়েন্দা হেফাজতে আছেন।
রাজধানীর পুরান ঢাকার আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে ১ জুলাই আতিকুর রহমান নিখোঁজ হন। গত আট দিনে আতিকের সন্ধানে তার বাবা, দুই বোন পাগলপ্রায়। নিখোঁজ আতিকুর রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি। হঠাৎ করে কেন তার এ নিরুদ্দেশ, তা নিয়ে সংগঠনে চলছে নানা আলোচনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা