‘এক হাজার হেক্টর পাহাড়ে নতুন বনাঞ্চল গড়ে তোলা হবে’
- বান্দরবান প্রতিনিধি
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় বান্দরবানের পাঁচ উপজেলায় এক হাজার হেক্টর পাহাড়ে নতুন করে বনাঞ্চল গড়ে তোলা হবে। এতে নতুন বনাঞ্চল গড়ে ওঠার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে।
ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে আইআইইডি পরিচালিত রিডা কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। গতকাল বুধবার বান্দরবান জেলা পরিষদ কার্যালয় মিলন আয়তনে প্রকল্পের অবহিতকরণ এক সভায় এ তথ্য জানানো হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে অরণ্যক ফাউন্ডেশন, স্থানীয় এনজিও তহ্জিংডং ও বিএনকেএস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনজুর রশিদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো: শাহ্ নেওয়াজ, বিভাগীয় বন কর্মকর্তা মো: আব্দুর রহমান, বিএনকেএসের নির্বাহী পরিচালক হাচিংনু, তহ্জিংডং-এর নির্বাহী পরিচালক চিংসিংপ্রু, অরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান প্রমুখ। সভায় জানানো হয় বান্দরবানের পাঁচটি উপজেলা রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম ও বান্দরবান সদরের আটটি মৌজায় এক হাজার হেক্টর ন্যাড়া ও হালকা বনাঞ্চল রয়েছে এমন পাহাড়ে নতুন করে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে বনাঞ্চল গড়ে তোলা হবে। এতে উপকৃত হবে প্রায় ৭৫০ পরিবার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা