পঞ্চগড়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠল আনসার কমান্ডারের লাশ
- পঞ্চগড় প্রতিনিধি
- ১০ জুলাই ২০২৪, ০০:৩৮
পঞ্চগড়ে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর আনসার কমান্ডার মোস্তাফিজুর রহমানের (২৬) লাশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার সদর ইউনিয়নের গোফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন তালমা নদীর পাড়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে মোস্তাফিজুরের লাশ শনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত মোস্তাফিজুর পঞ্চগড় সদর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের কবীর হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার দুপুরে বাড়ির পাশের তালমা নদীতে মাছ ধরতে যান মোস্তাফিজুর রহমান। মাছ ধরার একপর্যায়ে জাল হাতে নিয়ে নদী পার হওয়ার সময় পানির স্র্রোতে তলিয়ে যান মোস্তাফিজুর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো খোঁজ পায়নি। পরে রংপুর থেকে ডুবুরি দল এলেও তারা লাশ উদ্ধারে ব্যর্থ হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা