সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ জুলাই ২০২৪, ০০:৪৭
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা ভূমি অফিসের সাবেক কানুনগো মো: জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী হাসিনা আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল। কানুনগো মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৪৪ লাখ তিন হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক জানান, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী হাসিনা আলমের সম্পদ বিবরণী চাওয়া হয়। পরে তারা ২০২৩ সালের ১৯ মার্চ সম্পদ বিবরণী দাখিল করেন। সেই সম্পদ বিবরণী যাচাই-বাছাই শেষে দেখা যায়, তারা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ৪৪ লাখ তিন হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।
ফজলুল হক বলেন, এ ছাড়াও মো: জাহাঙ্গীর আলম ও হাসিনা আলম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯১ লাখ ৫১ হাজার ২৫০ টাকার সম্পদের মিথ্যা তথ্য দেন। অসৎ উদ্দেশ্যে মিথ্যা হিসাব দাখিল করে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা