সদরঘাট সাময়িকীর মোড়ক উন্মোচন
- ০৮ জুলাই ২০২৪, ০০:৪৩
বাংলা বাজার সাহিত্য সংসদের উদ্যোগে শনিবার পঞ্চম সাহিত্য সভা ও সাহিত্য সাময়িকী ‘সদরঘাট’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংসদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান আলোচক ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল।
সংসদের সেক্রেটারি আবুল খায়ের নাঈমুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি নাসির হেলাল, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, কবি আতিক হেলাল। আরো বক্তব্য রাখেন কথাসাহিত্যিক মোহাম্মদ লিয়াকত আলী, কবি ও সম্পাদক আফসার নিজাম, কবি সালেহ মাহমুদ, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, কবি রবিউল মাশরাফী, প্রবন্ধকার সীমান্ত আকরাম, তাইরান সম্পাদক কবি তাসনীম মাহমুদ, প্রকাশক তৌহিদুল ইসলাম মানিক, কবি ওয়াহিদ আল হাসান, অ্যাডভোকেট সরদার আব্বাস উদ্দিন, শেখ নজরুল ইসলাম, কবি আতিফ আবু বকর। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা