১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেত্রকোনায় সোমেশ্বরীতে নৌকাডুবি, নিখোঁজ ছাত্রীর সন্ধান মেলেনি

-

নেত্রকোনার সীমান্তবর্তী সুসং দুর্গাপুরে পাহাড়ি নদী সোমেশ্বরীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ রেখা আক্তার (১৮) নামে মাদরাসাছাত্রীর কোনো সন্ধান করতে পারেনি ডুবুরি দল। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকাডুবির এ ঘটনা ঘটে। রেখা একই উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মৃত আবদুল আলীর মেয়ে ও কেরনখলা মহিলা মাদরাসাছাত্রী।

জানা যায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার বিকেলে কেরনখলা ঘাট থেকে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকা খালিশপাড়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। যাত্রীদের মাঝে মাদরাসাছাত্রী রেখা আক্তারও ছিল। অল্প কিছু দূর যাওয়ার পর পানির তোড়ে তাল সামলাতে না পেরে নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে আসতে সক্ষম হলেও সাঁতার না জানার কারণে রেখা পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা চালিয়ে ব্রর্থ হয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে ময়মনসিংহের ডুবুরি দলকে সংবাদ দেয়া হয়।
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব নয়া দিগন্তকে বলেন, ডুবুরি দল সোমেশ্বরী নদীতে উদ্ধারকাজ চালিয়েও নিখোঁজ হওয়া ছাত্রীর কোনো সন্ধান করতে পারেনি।

 


আরো সংবাদ



premium cement