১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সৌদিতে ৫৩ জনের মৃত্যু

দেশে ফিরেছেন ২৭ হাজার হাজী

-

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত প্রায় ২৭ হাজার হাজী দেশে ফিরেছেন। আগামী ২২ জুলাইয়ের মধ্যে সব হাজীর দেশে ফেরার কথা রয়েছে। এ দিকে হজ পালনের পরও বাংলাদেশের অনেক হাজী সৌদিতে ইন্তেকাল করেছেন। এ বছর এখন পর্যন্ত রেকর্ড ৫৩ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
ধর্মমন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ২৬ হাজার ৯০৯ জন হাজী দেশে ফিরেছেন। সৌদি থেকে ৬১টি ফ্লাইটে এসব হাজী বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭টি, সৌদি এয়ারলাইন্স ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে যান। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওই দিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজীদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

এ দিকে এ বছর হজে প্রায় দেড় হাজার হাজীর মৃত্যু হয়েছে। যার ৫৩ জন বাংলাদেশের। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন, বাকি ৩৬ জনথ হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৪০ এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪২ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হাজীরা মারা গেছেন বলে সৌদি সরকার জানিয়েছে। সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তাকে সৌদি আরবে দাফন করা হয়। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজার নামাজ পড়ানো হয়।


আরো সংবাদ



premium cement
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত

সকল