ঢাবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সেমিনার লাইব্রেরি উদ্বোধন
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নবনির্মিত সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল বৃহস্পতিবার বিভাগে এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই সেমিনার লাইব্রেরির উদ্বোধন করেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং অধ্যাপক ড. শুচিতা শরমিন বক্তব্য রাখেন। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই সেমিনার লাইব্রেরি নির্মাণের সাথে সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করতে এই লাইব্রেরি সহায়ক ভূমিকা পালন করবে। এই লাইব্রেরির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা তাদের জ্ঞানের জগৎ আরো সমৃদ্ধ করবে এবং নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনের পর অধ্যাপক ড. আতিউর রহমান এবং অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সেমিনার লাইব্রেরিতে বেশ কিছু বই প্রদান করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা