ঢাবিকে রূপান্তর করতে হবে গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে
- ঢাবি প্রতিবেদক
- ২৭ জুন ২০২৪, ০০:৪৮
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের চেয়ারম্যান ও ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দেশী-বিদেশী গবেষকদের আকৃষ্ট করতে ঢাবিতে শিগগিরই ‘বঙ্গবন্ধু ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম’ চালু করা হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাবিকে প্রস্তুত করতে বহুমাত্রিক পরিকল্পনা নেয়া হয়েছে। গতকাল ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিনেটের বার্ষিক অধিবেশনে সভাপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন। ঢাবি ভিসি বলেন, শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রথম বর্ষের সব অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হবে। স্মার্ট কাসরুম, লাইব্রেরি, ট্রান্সপোর্টেশন ও রেজাল্ট প্রসেসিং অ্যান্ড সার্টিফিকেশনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি-জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকার রাজস্ব ব্যয়সংবলিত প্রস্তাবিত বাজেট এবং ২০২৩-২০২৪ অর্থবছরের ৯৭৩ কোটি পাঁচ লাখ ৭৮ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। ভিসির অভিভাষণের পর কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।
অধিবেশনে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার উপস্থিত ছিলেন। উপাচার্যের অভিভাষণ ও কোষাধ্যক্ষের বাজেট বক্তৃতার উপর সিনেট সদস্যগণ আলোচনায় অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা