জসিম উদ্দিন মানবাধিকার সংস্থার আইনবিষয়ক পরিচালক হলেন
- ২৭ জুন ২০২৪, ০০:৪৬
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বাংলাদেশ চ্যাপ্টারের আইনবিষয়ক পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মানবাধিকার ও পরিবেশকর্মী মো: জসিম উদ্দিন চৌধুরী। গত সোমবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সভাপতি রাফাল মার্সিন ওয়াসিক ও মহাসচিব আইনুল হোসাইন তাকে এই নিয়োগ প্রদান করেন। জসিম উদ্দিন চৌধুরী মানবাধিকার ও পরিবেশ রক্ষায় কাজ করে আসছিলেন। এ ছাড়া তিনি ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ফেলো, মাস্টার ট্রেইনার, দ্য হাঙ্গার প্রজেক্ট (প্রেভ) পিচ অ্যাম্বাসেডর, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। মানবাধিকার নিয়ে কাজ করার পূর্বে জসিম উদ্দিন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম আইন কলেজ শাখার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। মো: জসিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম আইন কলেজ থেকে ব্যাচলর অব ‘ল’ ডিগ্রি ও চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া চৌধুরী বাড়ির মরহুম বজল আহমদ চৌধুরীর ৩য় সন্তান। মানবাধিকারবিষয়ক সংগঠনের দায়িত্ব পাওয়া নিয়ে মো: জসিম উদ্দিন চৌধুরী বলেন, তিনি দেশের জনগণের বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাষ্ট্র ও প্রশাসন কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের করুণ চিত্র তাকে এই সংস্থার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআরসি বিশ্বের মর্যাদাপূর্ণ সর্ববৃহৎ ডেনমার্কভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা জাতিসঙ্ঘ এবং ইন্টারপোলের (আন্তর্জাতিক পুলিশি সংস্থা) সহযোগিতা সংস্থা ট্রান্সন্যাশনাল আন্ত:সরকারি সংস্থা, যা বিশ্বব্যাপী নিরাপত্তা অর্থনীতি এবং কূটনীতির ক্ষেত্রে একটি গতিশীল শক্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা