ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ওপর সিএনসির মাসব্যাপী আলোচনা সমাপ্ত
- ২৬ জুন ২০২৪, ০১:৩৯, আপডেট: ২৬ জুন ২০২৪, ০১:৩৯
সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) জুন মাসব্যাপী আমাদের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ওপর আলোচনা ভার্চুয়াল লাইভ ইভেন্টের মাধ্যমে শেষ করেছে। গত সোমবার ২৪ জুন সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও সিএনসির ট্রাস্টি অধ্যক্ষ সাব্বির উদ্দিন আহমেদ।
মাসব্যাপী এ আয়োজনে অংশ নেন সহকারী অধ্যাপক খন্দকার রকিবুল হাসান, বিশিষ্ট লোকজ গবেষক সাইদুর রহমান সাঈদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিনেত্রী ফ্লোরা সরকার, সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মেজর (অব:) আশরাফুজ্জামান, কবি ও ছড়াকার নিয়ামুল হক, কবি ও ছড়াকার মামুন সারওয়ার, বিশিষ্ট ছড়াকার-কবি-লেখক কর্নেল আশরাফ আল দীন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সাব্বির উদ্দিন বলেন, আলোচ্য বিষয়ে যারা মাসব্যাপী বক্তৃতায় যা বলেছেন আমি তা গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেছি। সেখানে বক্তারা বলেছেন আল্লাহ তায়ালা ইবরাহিম আ:-কে খলিলুল্লাহ এবং মুহাম্মদ সা:-কে হাবিবুল্লাহ বলে সম্বোধন করেছেন। কুরআনের কোনো কোনো জায়গায় মহান আল্লাহ গরিবদেরকে আমার বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তিনি মানুষকে বন্ধুত্বের তুলনায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে উৎসাহিত করেছেন। মানুষের মধ্যে বন্ধুত্বের বিকাশকে তিনি সেভাবে উচ্চকিত করেননি। ভ্রাতৃত্ব সম্পর্কে কুরআনে যে বিষয়টি উদ্ভাসিত হয়েছে, তা হলো মুসলিমরা পরস্পর ভাই ভাই। এখানে ভ্রাতৃত্বকে রক্তের বন্ধনের চেয়ে আদর্শিক বন্ধনকে প্রাধান্য দেয়া হয়েছে। সেই আদর্শ হলো মহান আল্লাহর দ্বীন।
প্রধান অতিথি বিশেষভাবে ফিলিস্তিনের বিষয়টি গুরুত্ব দিয়ে বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে কোনো মুসলিম বা কোনো মুসলিম দেশ অবহেলা ও অবজ্ঞা করতে পারে না। তাদেরকে ভিন দেশের মানুষ বলে চিহ্নিত করা যায় না। ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সে বিষয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ গোটা মুসলিম বিশ্বকে অবশ্যই নিজেদের সমস্যা হিসেবে উপলব্ধি করতে হবে। মাসব্যপী প্রতিটি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিএনসির নির্বাহী পরিচালক এবং উপস্থাপনায় ও সঞ্চালনায় ছিলেন সিএনসির মিডিয়া এক্সিকিউটিভ ইসমাইল হোসেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা