মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক ড. মোহসেনা
- ময়মনসিংহ অফিস
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রথম নারী মহাপরিচালক নিযুক্ত হলেন বিএফআরআইর ড. মোহসেনা বেগম তনু। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। আজ ২৫ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলতি দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে তিনি ইনস্টিটিউটের গবেষণা ও পরিকল্পনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমান মহাপরিচালক ড. জুলফিকার আলীর স্থলাভিষিক্ত হবেন।
বিএফআরআইর জনসংযোগ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, ড. মোহসেনা বেগম তনু বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় থেকে মাৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি থেকে মাৎস্য বিজ্ঞানে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন তিনি। মেধাবী এ বিজ্ঞানী ১৯৯১ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ এবং তার উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশজুড়ে বাণিজ্যিক চাষাবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পেশাগত কাজে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহসেনা বেগম তনু এক ছেলে ও এক কন্যার জননী। ছেলে অন্তিক মাহমুদ দেশের অন্যতম একজন ইউটিউবার এবং কন্যা কানাডায় উচ্চতর শিক্ষায় অধ্যয়নরত। ড. মোহসেনা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সহধর্মিণী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা