১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৮ জনকে অর্থদণ্ড

-

গাজীপুরে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী আটজনকে ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও বিভিন্ন মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মহানগরীর সালনা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড করা হয়। গাজীপুর তিতাস গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ জানান, গাজীপুর মহানগরীর সালন এলাকার মন্ত্রীবাড়ি রোডের বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে তিতাস গ্যাস ব্যবহার করছে স্থানীয় কিছু অসাধু ব্যাক্তি। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন বাসাবাড়ির অন্তত দুইশটি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন পয়েন্ট হতে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ উত্তোলন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী আটজনকে ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তাৎক্ষণিক আদায় এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাস গাজীপুর অফিসের উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ, আমিরুল ইসলাম, ফয়সাল আহমেদ, সহকারী প্রকৌশলী রাকিব হাসান এবং হাসান আল ফয়সাল উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement