রায়েরবাজারে বাসায় চুরি স্বর্ণালঙ্কারসহ নিয়ে গেল নগদ টাকা
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ জুন ২০২৪, ০২:৩২
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে গেছে চোর। শুক্রবার রাতে শেরেবাংলা রোডের কাটাসুর এলাকার ৬৩/বি নম্বর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী রাজু আহমেদ শনিবার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। তার দাবি, তাদের প্রায় আট লাখ টাকার সম্পত্তি খোয়া গেছে।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণ খালি হাতে বাসাটিতে প্রবেশ করে। পাঁচ মিনিট পর সে বাসা থেকে নেমে যায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। তিন তলার দরজার লক ভেঙে বাসায় প্রবেশ করে চোর। এরপর বাসার দুই রুমের দু’টি ওয়্যারড্রব ও একটি স্টিলের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণ, আলমারিতে রাখা একটি মাটির ব্যাংকে থাকা ৭০ হাজার টাকা ও ওয়্যারড্রবে থাকা এক লাখ ছয় হাজার টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী রাজুর স্ত্রী পাপিয়া আক্তার বলেন, ঘটনার সময় তারা কাছাকাছি বাবার বাসায় গিয়েছিলেন। সেখান থেকে ফিরে দেখেন, রুমের সব এলোমেলো। আলমারিতে থাকা স্বর্ণ, টাকাপয়সা কিছু নেই। পাপিয়া বলেন, তিনি বাসায় খাবার রান্না করে বিক্রি করেন। তার স্বামী রাজু ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা করে। এভাবে একটু একটু করে স্বর্ণালঙ্কার কিনেছিলাম। বাবার বাসায় চা খেতে গিয়েই সব হারালাম।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহ্ফুজ হক বলেন, রায়েরবাজারের কাটাসুরে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা