ঘিওরে জমির বিরোধে সংঘর্ষে আহত ১৬
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২৩ জুন ২০২৪, ০২:২৯
মানিকগঞ্জের ঘিওরে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ১৬ আহত হয়েছেন। গুরুতর আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গতকাল শনিবার সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঘিওর থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, প্রায় ২৫ বছর আগে বীরসিংজুরী গ্রামের মো: দেলোয়ার হোসেন একই গ্রামের কাঙ্গালী মিয়ার নিকট থেকে ৯ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু দীর্ঘ দিনেও সে জমি সঠিকভাবে বুঝিয়ে দেয়নি।
শনিবার সকালে দেলোয়ার হোসেন জমির বিষয়ে কথা বলতে গেলে তার সাথে কাঙ্গালীর ছেলে রাজা মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে উভয়পক্ষের লোকজন এসে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের দেলোয়ার হোসেন, রাজা মিয়া, সিয়াম, শামীম, জাহিদসহ ১৬ ব্যক্তি আহত হন।
ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, মারামারি বিষয়ে দুই পক্ষই পৃথক পৃথক অভিযোগ দাখিল করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা