১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজশাহীতে ঈদপুনর্মিলনী

কোরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়তে হবে : অধ্যাপক মুজিবুর

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মহান আল্লাহ তায়ালার বাণীকে সর্বোচ্চ স্থান দিতে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এজন্য বেশি বেশি কুরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে। কোরবানির মূল শিক্ষা হলো ভোগ নয়, ত্যাগ করা। আমাদেরকে ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলাম প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়তে হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুনিয়ায় কোনো সফলতা প্রকৃত সফলতা নয়, প্রকৃত সফলতা হলো পরকালে জান্নাত লাভ করা। তিনি আরো বলেন, দেশের মানুষ আজ ভালো নেই। জাতিকে অকল্যাণের হাত থেকে মুক্ত করতে হলে ত্যাগের মাধ্যমেই তা সম্ভব। সমাজ থেকে জাহিলিয়াতকে বিতাড়িত করে হক বা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। দুনিয়া হলো মুমিনদের জন্য পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষা ছাড়া অতি সহজেই জান্নাত লাভ করা সম্ভব নয়। আর যথাযথভাবে পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে নেতৃত্ব পাওয়া যায়। উদাহরণ হলো আমাদের জাতির পিতা হজরত ইবরাহিম (আ:)। জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি সিফাত আলম প্রমুখ। এতে সভাপতির বক্তব্যে ড. কেরামত আলী সবাইকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিষ্ঠা ও আন্তরিক হওয়ার আহবান জানান।


আরো সংবাদ



premium cement