দ্রব্যমূল্যের ঊর্ধŸগতিতে নিম্ন-মধ্যবিত্তের অবস্থা শোচনীয় : ডা: ইরান
- ২১ জুন ২০২৪, ০১:৪৩
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধŸগতিতে শিক্ষিত বেকার, কর্মহীন ও বংশ মর্যাদাসম্পন্ন মানুষের চরম দুর্দিন চলছে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নিম্ন-মধ্যবিত্ত পরিবার-পরিজনরা অমানবিক নিষ্ঠুরতম যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। তারা একদিকে কারো কাছে চাইতে পারছে না, অন্য দিকে পরিবার-পরিজনদের নিয়ে নিদারুণ কষ্ট সহ্য করছে। সমাজের নিম্ন ও উচ্চবিত্তরা ভালো আছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধŸগতিতে দেশের নিম্ন-মধ্যবিত্তের শ্রেণির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, বাজেটের নামে গরিবের সম্পদ ভাগবাটোয়ারা করে লুটেপুটে খাচ্ছে সরকার। ঘোষিত বাজেটে গরিব, বেকার, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য কোনো সুখবর নেই। এতে ধনী-গরিবের শ্রেণিবৈষম্য আরো বাড়বে। এ বাজেট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দ্রব্যমূল্য আরো দফায় দফায় বাড়বে এবং জনজীবন দুর্বিষহ অবস্থা সৃষ্টি হবে ।
তিনি গতকাল দুপুরে ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টি আয়োজিত ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা লেবার পার্টির আহ্বায়ক মো: ওবায়দুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী মুকুল, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কাউখালী উপজেলা লেবার পার্টির সদস্য সচিব মো: সাকিল মাহমুদ, নেছারাবাদ উপজেলা লেবার পার্টির সদস্য সচিব মো: সাকিল শেখ, জিয়ানগর উপজেলা যুগ্ম আহ্বায়ক ডা: আল-আমিন, ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জাতীয়তাবাদী দেশপ্রেমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি মো: নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাগর পালোয়ান, উপজেলা লেবার পার্টির প্রচার সম্পাদক মাসুম ফরাজী, নির্বাহী সদস্য মিজানুর রহমান, নুরুল ইসলাম, রিয়াদ মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা