১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাইকোর্ট বিভাগের লাখো নথি বিনষ্ট করার ঘোষণা

-

আপত্তি থাকলে ১৪ দিনের মধ্যে যোগাযোগের সুযোগ রেখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন শাখায় সংরক্ষিত বিভিন্ন মামলার লাখো নথি বিনষ্ট করার ঘোষণা দেয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-২) সাঈদ-উল ইসলাম স্বাক্ষরিত গত ৯ জুনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের বেশি পুরনো এবং উইডিংকৃত ফৌজদারি ১,৫৪,১০০টি মামলার পার্ট-২ নথি, কোর্ট কিপিং শাখার তত্ত্বাবধানে অ্যানেক্স ভবনের আন্ডার গ্রাউন্ডে স্টোর কক্ষে সংরক্ষিত হাইকোর্ট বিভাগের পুরনো কজলিস্ট, রিট রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের বেশি পুরনো নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার মোট ১৩ হাজারটি পার্ট-২ নথি, সিভিল রেকর্ড (মূল ভবন) শাখায় সংরক্ষিত তিন বছরের বেশি পুরনো নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার (১৯৯৭ সাল থেকে ২০০০ সালের আংশিক) মোট ২০,৫৭০টি পার্ট-২ নথি এবং এস.সি.এ শাখার সংরক্ষিত পাঁচ বছরের বেশি পুরনো নিষ্পত্তিকৃত (২০১৭ সাল থেকে ২০২২ সালের আংশিক) মোট ২০ হাজারটি ফাইল বিনষ্ট করা হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লেখিত এসব মামলার নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement