১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশ আক্রান্ত হলে প্রতিহত করতে আমরা প্রস্তুত : সেনাপ্রধান

-

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আমাদের কঠোর নজরদারি রয়েছে। যেকোনো পরিস্থিতিতে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। আক্রান্ত হলে প্রতিহত করার ক্ষমতা আমাদের আছে, আমরা প্রস্তুত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতির আলোকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ফোর্সেস গোল-২০৩০ অর্জনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার দুপুরে শরীয়তপুরের শেখ রাসেল সেনানিবাসে নগঠিত ১২৯ ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদায়ী সেনাপ্রধান আরো বলেন, আমার দায়িত্বকালীন বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মানসিকতা নিয়ে প্রদত্ত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করছি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশ্বব্যাপী বাংলাদেশ দেশের মর্যাদা সমুন্নত ও স্বাধীন ভূ-খণ্ড নিরাপদ রাখতে অর্পিত সব দায়িত্ব যথাযথভাবে পালনেও অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী। দেশের শংকটময় মুহূর্তসহ যেকোনো পরিস্থিতিতে অকুতোভয় দায়িত্ব পালনেও বাংলাদশে সেনাবাহিনী সদা প্রস্তুত।
পতাকা উত্তোলন ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন- শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামী, জেলা প্রশাসক শরীয়তপুর মোহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ও পুলিশ সুপার মো: মাহবুবুল আলম।
সেনাপ্রধান বলেন, আমাদের কথা একেবারে পরিষ্কার। দেশে যদি ভবিষ্যতে আক্রমণ হয়, সে ক্ষেত্রে প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী যে প্রস্তুত সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
বর্ডার ভায়োলেশন, যেমন রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ওইখানে কোস্ট গার্ড ও বিজিবি রয়েছে। তারা বিষয়টি সম্পূর্ণ তদারকি করছে। সরকারের নিদের্শনা অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছে। আমরা প্রস্তুত আছি, যদি লেভেল ক্লোজ করে তাহলে সমুচিত ব্যবস্থা আমরা নেবো।
তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসঙ্ঘ মিশনে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে কুয়েত ও কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সফলতার সাথে কাজ করছে। ভবিষ্যতে এসব দেশে সেনাসদস্য সংখ্যা আরো বাড়ানো হবে। পদ্মা সেতুর নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে শেখ রাসেল সেনানিবাস।
সুযোগ পেলে শিক্ষকতা করতে চান সেনাপ্রধান
নড়াইল প্রতিনিধি জানান, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষকতা পেশা আমার খুবই পছন্দের। আমার পিতাও শিক্ষক ছিলেন। আমার মেয়েও শিক্ষকতা করছে মেডিক্যাল কলেজে। আমার ছোট বোনটাও সহযোগী অধ্যাপক। যে আবার এমপিও। আমরা শিক্ষকতা খুব ভালোবাসি।
শিক্ষকতার সাথে যুক্ত থাকতে পারলে এর চেয়ে আনন্দের আর কিছু নেই। একটা দর্শন আছে- আমার মধ্যে যে জ্ঞান আছে, এর কোনো মূল্য থাকবে না; যদি অন্যদের মধ্যে তা বিতরণ করতে না পারি।
শনিবার বিকেলে নড়াইলের লোহাগড়ায় বাবার স্মৃতি বিজড়িত মল্লিক ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিদায়ী সেনাপ্রধান।
এর আগে তিনি লোহাগড়া বাজার এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করেন। এ ছাড়া সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শনে যান।
এখানে স্থানীয় জনসাধারণের মধ্যে ঈদ উপহার বিতরণ এবং গাছের চারা রোপণ করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল