বাজেটে কম্প্র্রেসারের শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
রিফ্রিজারেটরের কম্প্রেসার আমদানিতে বাড়তি ট্যারিফ (শুল্ক) প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা রিফ্রিজারেশন স্পেয়ার পার্টস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। তারা বলছেন, চলতি অর্থ বছরের বাজেটে কম্প্রেসার আমদানিতে নন-ইনভার্টার ৪০ ও ইনভার্টার ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ২৬ ডলার। এত বেশি শুল্ক নির্ধারণ করায় দেশে বিরাজমান ডলার সঙ্কটকে আরো বাড়িয়ে তুলতে পারে। আন্তর্জাতিক বাজার দর যাচাই না করেই এমন প্রস্তাবে ডলার পাচারেরও আশঙ্কা রয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, ‘কার স্বার্থে’ এমন অযৌক্তিক ট্যারিফ প্রস্তাব করা হয়েছে তা বোধগম্য নয়। জানা যায়, যে কম্প্রেসারের আন্তর্জাতিক বাজার দর ১৮ থেকে ২০ ডলার, সেখানে প্রস্তাবিত বাজেটে ট্যারিফ ৪০ ও ৫০ ডলার ধরা হয়েছে। এ অবস্থায় ব্যাংকে এলসি খুললে ওই ৪০/৫০ ডলার ট্যারিফেই খুলতে হবে। কিন্তু ১৮ থেকে ২০ ডলার দরে কম্প্রেসার কিনলে বাকি ডলার কী করবেন? এতে করে ডলার পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
ঢাকা রিফ্রিজারেশন স্পেয়ার পার্টস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: আব্দুল হান্নান বলেন, যেখানে দেশে ডলার সঙ্কট চলছে। ডলার সংকটের কারণে এলসি করা যাচ্ছে না। সেখানে গতবারের তুলনায় ট্যারিফ প্রায় দ্বিগুণ করা হয়েছে। তিনি বলেন, এ কঠিন সময়ে দেশ থেকে কোনো ডলার পাচার হতে না পারে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তর্জাতিক বাজার দর যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা