নেত্রকোনা সীমান্ত থেকে হরিণ উদ্ধার
- নেত্রকোনা প্রতিনিধি
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার বন থেকে আটক হওয়া একটি মায়া হরিণ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের তারানগর এলাকায় শিশির মরাক নামে এক উপজাতির বাড়ির পাশে বেঁধে রাখা অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গহীন বন থেকে দলছুট একটি মায়া হরিণ কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের তারানগর এলাকায় গণেশ^রী নদীর তীরে দেখতে পেয়ে স্থানীয়রা সেটি ধরে নিয়ে যান। সংবাদ পেয়ে ৩১ বিজিবির লেংগুরা বিওপির একটি টহল দল হরিণটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে হরিণটিকে চিকিৎসা দিয়ে বিজিবি কর্তৃক স্থানীয় স্বেচ্ছাসেবক ও বনবিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হলে ওই দিনই সুসং দুর্গাপুরের একটি গহীন বনে ছেড়ে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা