পঞ্চগড়ে রিক-এর চক্ষু ক্যাম্প
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে গত সোমবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহায়তায় এই ক্যাম্পের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, রিকের উপপরিচালক আবু রিয়াদ খান, রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ফেরদৌসি বেগম, পঞ্চগড় এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামাণিক প্রমুখ। চক্ষু ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, ৩০০ রোগীকে চশমা, ২০০ জনকে লাঠি দেয়া হয়। এ সময় অপারেশনের জন্য ১৩০ জন রোগীকে বাছাই করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা