প্রস্তাবিত বাজেট গণবিরোধী দুর্বৃত্তদের সুরক্ষার দলিল
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী কর্তৃত্ববাদী স্বৈরশাসক ও তাদের পৃষ্ঠপোষক দুর্বৃত্তদের সুরক্ষার দলিল বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এমন মন্তব্য করেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: সামছুল আলম, সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান। সভায় প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট গণবিরোধী অন্তঃসারশূন্য বলে প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক বামঐক্যর নেতারা বলেছেন, এই বাজেটে সাধারণ জনগণের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়ে সুস্পষ্ট কিছু নেই। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো দিকনির্দেশনা নেই। অবাধ লুটপাটে দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুজ্জীবিত করা পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা অর্থ পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার সুনির্দিষ্ট কিছু নেই। খেলাপি ঋণ সংস্কৃতি ব্যাংকিং কার্যক্রমকে শুধু দেউলিয়া করেনি রাষ্ট্রকে দেউলিয়ার দারপ্রান্তে উপনীত করেছে, অব্যবস্থাপনার কারণে ঋণখেলাপির লাগাম টেনে ধরতে ক্ষমতাসীনরা শুধু ব্যর্থ হয়নি, রাষ্ট্রের পুঁজিকে সঙ্কটে ফেলে দিয়েছে। ইচ্ছাকৃত শীর্ষ ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করে তাদের সমুদয় সম্পদ বাজেয়াপ্ত করার গণদাবি কৌশলে পাশ কাটানো হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মাফিয়াদের কাছে জনগণকে জিম্মি করে ফেলা হয়েছে। কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ রাখা হয়েছে। যা দুর্নীতি ও দুর্নীতিবাজকে উৎসাহিত করবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা