১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
১০ কোটি টাকা নিয়েও পুলিশে ধরিয়ে দিলো দালাল চক্র

লিবিয়ায় বন্দী ২৭ যুবকের দেশে ফেরার আকুতি

লিবিয়ার কারাগারে থাকা ২৭ বাংলাদেশী -

‘আমাদের কাছে দেয়ার মতো আর কিছু নেই। ধারদেনা ও ভিটে মাটি বিক্রি করে দালালের দাবি অনুযায়ী আমরা ২৭ জন প্রায় ১০ কোটি টাকা দিয়েছি দালাল হোসাইন আহমেদ এবং জাহিদ হোসেনকে। তারা টাকা নিয়েও আমাদের পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে। এখন আমরা লিবিয়ার একটি জেলে আছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব আমাদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করুন। আমরা জীবিত দেশে ফিরতে চাই।’
দালালের মাধ্যমে ইউরোপে যেতে গিয়ে লিবিয়ার জেলে বন্দী ২৭ যুবক তাদের পরিবারের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় এই আবেদন জানান। সোমবার পাঠানো ৭ মিনিট ১২ সেকেন্ডের এই ভিডিও বার্তায় লিবিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে ২৭ জন জেলে বন্দীর কথা বলা হয়। তারা হলেন মাদারীপুরের বিভিন্ন উপজেলার রানা মাতুব্বর, জুবায়ের, হালান, ওমর ফারুক, সজিব, রিদয় ইসলাম, কামরুল, প্রিন্স, শুভ, নাঈম মোল্লা, মিলন, শাওন, রশময়, সাব্বির, গাজীপুর জেলার মো: ফারুক, মো: সোহেল, শরিয়তপুর জেলার শাহিন, হাসান, কুড়িগ্রাম জেলার ইয়াকুব, বরিশাল জেলার হাসিবুল ইসলাম, ময়মনসিং জেলার তাহের, হানিফ, পাবনা জেলার আমানউল্লাহ, গোপালগঞ্জ জেলার গোকুল, শ্রিবাস ও সঞ্জিত।

নওগাঁ জেলার রানীনগর উপজেলার সিংগারপাড় গ্রামের এহরাম সরদারের ছেলে মফিয়া জাহিদ হোসেন এবং সিলেটের কানাইগাতী উপজেলার কাওরারমাটি গ্রামের আ: লতিফের ছেলে মাফিয়া মো: হোসাইন আহমেদ লিবিয়া থেকে ইতালি পাঠানোর (গেইম) কথা বলে এই ২৭ যুবকের কাছ থেকে জন প্রতি ৩৫-৪০ লাখ টাকা করে প্রায় ১০ কোটি টাকা নিয়ে তাদের লিবিয়া পুলিশের কাছে ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। লিবিয়ার জেলে বন্দী রানা মাতুব্বরের মা হাসিয়া বেগম বলেন, ‘আমার ছেলের ভিডিও দেখে আর ঘুমাতে পারছি না। আমি সরকারের কাছে তাদের এনে দেয়ার আবেদন করছি।’
মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, মাদারীপুর তথা দক্ষিণাঞ্চলে মূলত নেই কোনো কলকারখানা। নেই কর্মসংস্থান। তাই বিদেশ যাওয়ার দিকে ঝুঁকছে মানুষ। অন্য দিকে যারা বিদেশ যাচ্ছে তারা দেশে এসে বহুতল ভবন তৈরি করছে। পরিবারে সচ্ছলতা ফেরাচ্ছে। এদের দেখাদেখি লেখাপড়া শেষ না করেই বিদেশ যাওয়ার অসুস্থ প্রতিযোগিতা শুরু করে অনেকেই। এই অসুস্থ প্রতিযোগিতার বলী হচ্ছে শত শত যুবক। তাই তিনি এই অসুস্থ প্রতিযোগিতা থামাতে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান বলেন, অনেক ভুক্তভোগী দেশে ফিরে মানবপাচার আইনে মামলা করেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আপস করে ফেলে। যার কারণে পার পেয়ে যায় অপরাধীরা। তিনি বলেন, তাদের পরিবারের কাছে পাঠানো ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নিরাপদে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল