কবি ফররুখ ছিলেন সত্য প্রকাশে নির্ভীক, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন
- চট্টগ্রাম ব্যুরো
- ১২ জুন ২০২৪, ০২:০২
ইসলামী রেনেসাঁর কবি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ফররুখ আহমদের ১০৬তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম কালচারাল একাডেমি (সিসিএ) আয়োজন করেছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বহদ্দারহাটস্থ কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক ড. আ জ ম উবায়েদুল্লাহ্। সিসিএ সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি মুহাম্মদ আবুবকর খান।
অতিথিরা আলোচনায় বলেন, ফররুখ ছিলেন সত্য প্রকাশে নির্ভীক, অন্যায় ও অসুন্দরের বিরুদ্ধে আপসহীন, মানবতাবাদী এবং বাংলা সাহিত্যের সর্বোচ্চ সংখ্যক নতুন আঙ্গিকের সনেট রচনাকারী একমাত্র কবি। তিনি ছিলেন একজন প্রকৃত মুসলিম কবি, তার জীবন ধারায় ও লেখনীতে এর প্রতিফলন সুস্পষ্ট বিদ্যমান। তাই কবি ফররুখ আহমদের সৃজনশীল সাহিত্য কর্মের যথাযত মূল্যায়ন, তার অপ্রকাশিত গ্রন্থগুলোর ক্রমধারায় প্রকাশ এবং নতুন প্রজন্মের কাছে তার সৃষ্টিকর্মগুলো পৌঁছানো এখন সময়ের অন্যতম দাবি ও প্রয়োজন বলে মনে করেন বক্তারা। এজন্য সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই দাবি বাস্তায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
শিল্পী গোলাম মুস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টলা গানের দলের পরিচালক শিল্পী শাহিদুল করিম খানের নেতৃত্বে ফররুখ গীতি ও কবিতা পরিবেশনা করে চট্টলা গানের দলের শিল্পীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা