১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিভিন্ন মহলের শোক

ডিইউজে সভাপতি শহিদুল ইসলামের মায়ের ইন্তেকাল

-


ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলামের মা শামসুন্নাহার বেগম (৯১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎধীন অবস্থায় সোমবার রাত ৩টায় তিনি ইন্তেকাল করেন। শামসুন্নাহার বেগম দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি সাত ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার প্রথম নামাজে জানাজা গতকাল বেলা ১১টায় ঢাকার ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, এবি পার্টির সদস্যসচিব মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মরহুমার সন্তান শহিদুল ইসলাম, সেক্রেটারি খুরশিদ আলম, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।

পরে মরহুমার লাশ মাদারীপুর জেলার পাঁচখোলা গ্রামের নিজ বাড়িতে নেয়া হয় এবং বাদ আছর সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার বড় সন্তান হেমায়েত হোসেন। এ সময় মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সোবহান খান, সেক্রেটারি মোখলেছুর রহমান, বিএনপির মাদারীপুর জেলা সাংগঠনিক সম্পাদক জামিনুর রশিদ মিঠুসহ আত্মীয়স্বজন ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
শোকবাণী : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসাইন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের ‘মা’ এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খন্দকার আয়েশা সিদ্দীকার শাশুড়ি শামসুন্নাহার বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শোকবাণীতে নেতারা বলেন, মরহুমা শামসুন্নাহার বেগম ছিলেন একজন দ্বীনদার, পরহেজগার ও মহীয়সী নারী। তিনি তার ব্যক্তিগত জীবনে আবেদা-সালেহা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তিনি তার সন্তান-সন্ততিদের আদর্শবাদী ও ন্যায়নিষ্ঠভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং তার সন্তানসহ পরিবারের সদস্যরা ইসলামী আন্দোলনের সম্মুখ সারির দায়িত্বশীল। তার মৃত্যুতে আমরা একজন বর্ষীয়সী রতœা গর্ভাকে হারালাম। নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন।
বিএফইউজে-ডিইউজের শোক : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। যৌথ শোকবার্তায় বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ডিইউজের সভাপতি শহিদুল ইসলামের মমতাময়ী মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে জাতি এক মহিয়সী নারীকে হারিয়েছে। আমরা মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তার পরিবারকে এ শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ : ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলামের মা শামসুন্নাহার বেগমের ইন্তেকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব কাদের গনি চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় বিএসপিপি নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃদ্বয় বলেন, তিনি অত্যন্ত ধার্মিক, পরোপকারী, সমাজ হিতৈষী ও মানবদরদি ছিলেন। তারা মহান আল্লাহর দরবারে মরহুমার জান্নাত কামনা করেন।


আরো সংবাদ



premium cement