নির্বিচার বৃক্ষ নিধনের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন-মিছিল
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ জুন ২০২৪, ০০:৫৪
নরসিংদীর বেলাবোতে রাস্তা প্রশস্তের নামে নির্বিচারে বৃক্ষ নিধনের প্রতিবাদে মাঠে নেমেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তারা গতকাল মিছিল, মানববন্ধন ও পথসভা করেছে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, হাতিরদিয়া বাজার থেকে বেলাবো বাজার পর্যন্ত রাস্তা প্রশস্তের নামে শতশত বৃক্ষ নির্বিচারে কাটা হচ্ছে। সপ্তাহখানেক ধরে এ গাছ কাটা শুরু হয়েছে। স্থানীয়রা বলেছেন, গাছ না কেটেও ওই রাস্তা প্রশস্ত করা সম্ভব। কিন্তু গাছগুলো লুট করার জন্যই বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একটি স্বার্থান্বেষী মহল গাছগুলো কেটে ফেলছে।
এর প্রতিবাদে গতকাল ওই এলাকার মানুষ রাস্তায় নেমে আসে। তারা মিছিল, পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুল করিম খন্দকার, স্থানীয় সামাজিক সংগঠন আলোর প্রতীকের আহ্বায়ক মাহফুজ রায়হান রাজু, বায়তুর রহমান মাদরাসার সেক্রেটারি আব্দুল সাত্তার ভূঁইয়া, পরিবেশ রক্ষা আন্দোলনের নেতা শাহীন ইব্রাহীম এবং ঢাকার সাবেক কাউন্সিলর পরিবেশবাদী খন্দকার আব্দুর রব। প্রতিবাদ মিছিলটি পাকুরিয়া থেকে কয়রাখালেরপাড় দিয়ে ইটখোলা হয়ে শিমুলতলা বাজারে গিয়ে শেষ হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা