১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিখোঁজের এক দিন পর পদ্মায় ভেসে উঠল শিশুর লাশ

নিখোঁজের এক দিন পর পদ্মায় ভেসে উঠল শিশুর লাশ -

রাজবাড়ীতে পদ্মায় ডুবে নিখোঁজের এক দিন পর গতকাল নদী থেকে ভাসমান অবস্থায় আবদুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে খবর পেয়ে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।
গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু আবদুর রহমান। সে মহাদেবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিপ্লব মণ্ডলের ছেলে।
আবদুর রহমানের প্রতিবেশী চাচা রাজা আহমেদ জানান, পদ্মা নদীর পাশে বাড়ি হওয়ায় আবদুর রহমানের বড় ভাই ১০ বছর বয়সী সিমরান বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নদীতে গোসল করতে যায়। তার পেছন পেছন যায় আবদুর রহমান। এলাকার কয়েকজন সিমরানের পেছনে রহমানকে যেতে দেখে বিষয়টি গুরুত্ব দেননি। ভেবেছেন বড় ভাইয়ের সাথেই তো যাচ্ছে। তবে রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান। সিমরান গোসল করে বাড়িতে চলে আসে। এরপর থেকে আবদুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে রহমানকে যারা নদীর দিকে যেতে দেখেছে, তারা বিষয়টি জানালে নদীতে খোঁজাখুঁজি করা হয়। এ ছাড়া রাত ১২টা পর্যন্ত নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় খুঁজেও আবদুর রহমানকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে নদীতে তার লাশ ভাসতে দেখেন জেলেরা।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক

সকল