১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তুরাগে কোরবানীর গরু-ছাগলের হাট ঘিরে মহাপরিকল্পনা

তুরাগে অস্থায়ী পশুর হাটের প্রস্তুতি প্রায় শেষ : নয়া দিগন্ত -

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা উত্তরা মডেল টাউন। উত্তরা হাট হিসেবে পরিচিত হলেও তুরাগ থানা এলাকায় ডিয়াবাড়ী ১৫ নং সেক্টর রাজউকের খালি জমিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু-ছাগলের হাট বসে। এ জন্য হাট সাজানো গোছানো, নিরাপত্তা, নিজস্ব স্বেচ্ছাসেবক, আলোকসজ্জা, সিসি ক্যামেরা, হাসিল ঘর, ওয়াচ টাওয়ার, পানির পাম্প ও লাইন নির্মাণ, টয়লেট নির্মাণ শেষে প্রায় প্রস্তুত হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অত্যাধুনিক প্রযুক্তির নিরাপত্তা অন্যান্য বছরের মতো এ বছরও করা হবে। গরু-ছাগলের এ হাট ঘিরে প্রায় সাত কিলোমিটারজুড়ে প্রচার প্রচারণা দেখা যাচ্ছে। ডিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল প্রকল্পের পাশে ১৫ নং সেক্টরের রাজউকের খালি জমিতে হাট হলেও আশপাশে প্রায় সাত কিলোমিটারজুড়েই বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন, গেট করতে দেখা গেছে। হাউজ বিল্ডিং মাস্কট প্লাজার সামনে, আশুলিয়া রোডের স্লুইস গেট, মিরপুর আশুলিয়া সড়কের পাশে বিরুলিয়া, ধৌর, জমজম টাওয়ার, খালপাড় ব্রিজসহ মহাসড়কের গেটগুলো অন্য বছরের চেয়ে শক্তিশালী করা হচ্ছে। হঠাৎ ঝড় তুফান বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেতে ব্যবস্থা নেয়া হয়েছে। উত্তরাঞ্চল থেকে গরু ছাগল বেশি আসার সম্ভাবনা রয়েছে।
মাঠের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ ঘিরে প্রায় ১০টি হাসিল আদায়ের ঘর ও চারটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হচ্ছে। খাবার হোটেল, চটপটি, ফুসকা, চা দোকান নির্মাণ কাজ চালছে। প্রায় ৩০টি দোকান চালু রয়েছে।
হাজী মো: কফিল উদ্দিন আট কোটি ৯০ লাখ টাকায় হাটটি ইজারা নিয়েছেন। হাটের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে ইজারাদার আলহাজ কফিল উদ্দিন মেম্বার বলেন, আমাদের সার্বিক কাজ সম্পন্ন করতে আরো দুই-একদিন সময় লাগবে। আর তুরাগ থানার ওসি মো: শেখ সাদিক জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শতভাগ প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্সের প্রস্তুতি নেয়া হয়েছে। সবাই কোনো হয়রানি ছাড়াই তারা তাদের পশু কেনা-বেচা করতে পারবেন। তবে হাটের যে লেআউট দেয়া হয়েছে, তার বাইরে একটুও যেতে পারবে না।

 


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা

সকল