১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে বর্জ্য অপসারণে বাধা ও পরিচ্ছন্নকর্মীদের মারধরের ঘটনায় ১৪ জন কারাগারে

-

গাজীপুর সিটি করপোরশনের বর্জ্য অপসারণ কাজে বাধা প্রদান, পরিচ্ছন্নকর্মীদের মারধর এবং চাঁদা দাবি করায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বর্জ্য অপসারণের ঠিকাদার মো: ফাহমিদুর রহমান। এ ঘটনায় অভিযুক্ত ১৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের কোর্ট ইন্সপেক্টর জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৩ মে গাজীপুর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের উত্তর খাইলকুর পলাগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজ গত ডিসেম্বর মাসে শেষ হয়। পরে সিটি করপোরেশন থেকে দরপত্র আহবান করা হলে রহম আলী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বর্জ্য ব্যবস্থাপনার কাজ পায়। গত ৪ মে ওই প্রতিষ্ঠান বর্জ্য অপসারণের কাজ শুরু করলে পূর্বের ঠিকাদার জামাল খান ও তার লোকজন বর্জ্য অপসারণে বাধা প্রদান করে। সে নতুন ঠিকাদার ফাহমিদুর রহমানের কাছে দুই লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের বেধড়ক মারধর করে জামাল খান ও তার লোকজন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিচ্ছন্নতাকর্মীদের উদ্ধার করে আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গত ২৮ মে জামাল খানকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করেন ঠিকাদার ফাহমিদুর রহমান। অভিযুক্ত ১৪ জন রবিবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত ওই আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 


আরো সংবাদ



premium cement