১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
পলাশী কাঁচাবাজারে চাঁদাবাজি

ছাত্রলীগের সাবেক নেতাকে গণপিটুনি

-

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সংলগ্ন পলাশী কাঁচাবাজারে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগের সাবেক এক নেতা ও তার এক সহযোগী গণপিটুনির শিকার হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার দুজন হলেন মেহেদী হাসান ও শহিদুল ইসলাম। পুলিশ বলছে, মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রলীগের সাবেক নেতা। শহিদুল তার সহযোগী। চাঁদাবাজির মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মাহবুব-উজ জামান জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে মেহেদী ও শহিদুল পলাশী কাঁচাবাজারে চাঁদাবাজি করতে যান। কাঁচাবাজারের ব্যবসায়ীরা একত্র হয়ে দুজনকে আটক করেন। তারা দুজনকে গণপিটুনি দেন। পরে তাদের চকবাজার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের তথ্য মতে, মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ও শহিদুল প্রায় প্রতিদিন পলাশী কাঁচাবাজারে গিয়ে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। চাঁদাবাজির অভিযোগে পলাশী কাঁচাবাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে চকবাজার থানায় মেহেদী ও শহিদুলের বিরুদ্ধে মামলা হয়েছে। চকবাজার থানা-পুলিশ জানায়, এই মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement