অভিনেত্রী সীমানা লাইফ সাপোর্টে
- সাংস্কৃতিক প্রতিবেদক
- ০১ জুন ২০২৪, ০০:০০
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘দারুচিনি দ্বীপ’ খ্যাত অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। এ ১০ দিনে একবারের জন্যও জ্ঞান ফেরেনি তার। সম্প্রতি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন তিনি।
অভিনেত্রীর ভাই এজাজ বিন আলী জানান, হাসপাতালে ভর্তি করানোর পর সার্জারি করা হয়। এর পর থেকে আইসিইউতে আছেন সীমানা। এর মধ্যে শুরু হয় কিডনিতে সমস্যা। পরে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিক্যাল নিয়ে আসেন। অভিনেত্রীর বর্তমান অবস্থা জানতে চাইলে চিকিৎসকরা জানান, তার অবস্থা খুব একটা ভালো না। নিশ্বাস নিতেও সমস্যা হচ্ছে তার।
উল্লেখ্য, ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেন সীমানা। নিয়মিত নাটকেও দেখা গেছে তাকে। মধ্যে কয়েক বছর পর্দায় দেখা যায়নি তাকে। তবে গত বছর আবারো নাটকে অভিনয় শুরু করেছিলেন সীমানা। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা