জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- ০১ জুন ২০২৪, ০০:০০
জনতা ব্যাংক পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুক্রবার ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, গত বছর জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ ৮ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এক লাখ ১০ হাজার ৩৩৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। সেই সাথে ঋণ ও অগ্রীমের পরিমাণ ১৫ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮ হাজার ৩৮৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। ২০২৩ সালে ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ৫৮৪ কোটি টাকা এবং নিট মুনাফার পরিমাণ ৫৫ কোটি টাকা। সরকারের নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় প্রদানকৃত সেবার আর্থিকমূল্য প্রায় ৭০০ কোটি টাকা ধরা হলে পরিচালন মুনাফা আরো বৃদ্ধি পেত।
সভায় ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো: আব্দুল জব্বার ব্যাংকের অর্জিত সাফল্যসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
সরকারের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ, ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, কে এম সামছুল আলম, মো: আব্দুল মজিদ, রুবীনা আমীন, মেশকাত আহমেদ চৌধুরী, মোহাম্মদ আসাদ উল্লাহ ও বদরে মুনির ফেরদৌসসহ ব্যাংকের ডিএমডি ও মহাব্যবস্থাপকরা এতে অংশগ্রহণ করেন।
এজিএমের সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব ও জি এম এমএইচএম জাহাঙ্গীর। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা