১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জ্ঞানগত দিক থেকে অগ্রগামী হতে হবে : নূরুল ইসলাম বুলবুল

শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন নূরুল ইসলাম বুলবুল : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, জ্ঞান মানুষের চেতনাকে স্পর্শ করে, অন্তরকে আলোকিত করে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে। তাই ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে শুধু ময়দানেই ভূমিকা রাখব তা নয় বরং পৃথিবীকে পরিবর্তনের জন্য আমাদের জ্ঞানগত দিক থেকে অগ্রগামী হতে হবে। জ্ঞানের উৎস হিসেবে আমাদের কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। একইসাথে আধুনিক তথ্য প্রযুক্তিতেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। জ্ঞানের সব শাখায় আমাদের বিচরণ থাকতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি গতকাল এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী ও জেলা সেক্রেটারি আবুবকর সিদ্দিক। চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মোক্তার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পৌর নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর সহকারী সেক্রেটারি তহরুল ইসলাম সোহেল প্রমুখ। এ সময় প্রধান অতিথি বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার সামগ্রী তুলে দেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement