বিদেশফেরত শ্রমিকের পুনর্বাসনবিষয়ক পলিসি ব্রিফ
- ৩০ মে ২০২৪, ০০:৩৩
সিডব্লিউসিএসের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গতকাল বিদেশফেরত নারী অভিবাসী শ্রমিকের পুনর্বাসন সংশ্লিষ্টপলিসি ব্রিফ বিষয়ক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে। সিডব্লিউসিএসের পক্ষে পুনর্বাসন সম্পর্কিত পলিসি ব্রিফটি উপস্থাপন করেন প্রফেসর ইসরাত শামীম ও অ্যাডভোকেট ফরিদা ইয়াসমীন।
বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিকের পুনঃএকত্রীকরণের পলিসি ব্রিফবিষয়ক এ সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিন। সভায় প্রথমেই ফেরত আসা সব (নারী ও পুরুষ) অভিবাসীদের জন্য ২০২২ সালে প্রণীত ‘খসড়া জাতীয় পুনর্বাসন পলিসি’ অনতিবিলম্বে অনুমোদনের দাবি তোলা হয়।
এতে আরো বক্তব্য রাখেন সিডব্লিউসিএসের প্রেসিডেন্ট প্রফেসর ইসরাত শামীম, অ্যালায়েন্স ফর উইমেন মাইগ্রেন্ট ভয়েসেসের অ্যাডভাইজার মোহাম্মদ ইকরাম হোসেন, ব্র্যাকের অভিবাসন প্রোগ্রাম প্রধান ও সহকারী পরিচালক শরিফুল হাসান, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক আরাফাত আরা প্রমুখ।
বিদেশফেরত নারী অভিবাসী শ্রমিকের পুনর্বাসন পলিসি ব্রিফে সরকারের নিকট সাতটি সুপারিশ উত্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা