১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেপটিক ট্যাংক নির্মাণ করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু

-

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ করতে গিয়ে কাদের হোসেন (২১) ও রবিন হোসেন (২৮) নামের দুই শ্রমিক মারা গেছে এবং সাকিব হোসেন (২৩) নামের আরেক শ্রমিক মারাত্মক আহত হয়েছেন। আহত শ্রমিককে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
রোববার বিকেলে রায়পুর পৌর শহরের মীরগঞ্জ সড়কের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে এই ঘটনা ঘটে।
নিহত কাদের দেনায়েতপুর গ্রামের ইয়াকুব আলীর বাড়ীর (বয়াতি বাড়ী) খোরশেদ আলমের ছেলে। নিহত রবিন একই এলাকার ও বাড়ির জাকির হোসেনের ছেলে। উভয়ের বাবা পেশায় রিকশা চালক। সংবাদ পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই শ্রমিককে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহত কাদেরের ছোট ভাই টুটুল জানান, ঠিকাদার সোহেল সেপটি ট্যাংকে ঝুঁকি জেনেও কাজ করার জন্য আমার ভাইকে নামিয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই। নিহত রবিনের বাবা বলেন, আমার ছেলে মারা গেছে। কথা বলার ভাষা হারিয়ে গেছে। আমি মামলায় যাব না। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ঠিকাদার সোহেল পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঠিকাদারের এক লোক জানান, নিহতদের স্বজনরা যেন মামলা না করে, সেজন্যে নেতাদের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রফাদফা চলছে।
রায়পুর থানার ওসি (তদন্ত) আরেফিন সিদ্দিকী বলেন, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement