১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাজী নজরুল ইসলাম যুগোত্তীর্ণ সাম্যের কবি : ঢাবি ভিসি

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যুগোত্তীর্ণ, কালোত্তীর্ণ একজন মানবতাবাদী ও সাম্যের কবি।
গতকাল সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ভিসি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি, অসাম্প্রদায়িক ও মানবতার কবি। তিনি মানুষের জন্য কবিতা ও গান লিখেছেন। মানুষের মুক্তির কথা বলেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করেছেন। তিনি কোনো নির্দিষ্ট সময়ের কবি নন। তিনি তার কবিতা, গান ও সাহিত্যে অনাগত সময়কে ধারণ করেছেন।
তিনি আরো বলেন, কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম উপলব্ধি করে অসহায়, দরিদ্র, নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তির কথা সবাইকে ভাবতে হবে। তার মানবিক, অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনা ধারণ করে বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধবিগ্রহ চলছে, সেটা বন্ধে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। ফিলিস্তিনে বিশেষ করে গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ, নিপীড়ন বন্ধ করে ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অপরাজেয় বাংলার পাদদেশে থেকে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিতে ছিলেন, প্রোভিসি অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর ড. মাকসুদুর রহমান, কাজী নজরুল ইসলামের নাতি খিলখিল কাজীসহ আরো অনেকে।
শ্রদ্ধা নিবেদন শেষে ভিসির সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement