১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতীয় প্রেস ক্লাবে ইনসাফ বারাকাহর বিনামূল্যে স্বাস্থ্যসেবা

জাতীয় প্রেস ক্লাবে ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করছেন কর্মকর্তারা -

জাতীয় প্রেস ক্লাবের কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে হেলথ চেকআপ, ডায়াবেটিস এবং কিডনি সম্পর্কিত আরবিএস ও সিরাম ক্রিটিনিন পরীক্ষা করা হয় এবং চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেয়া হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা দেয়া হয়।
ক্যাম্পটি উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো: আশরাফ আলী, বিশেষ অতিথি ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা, এডমিন মো: সেলিম, ইনসাফ বারাকাহ হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডা: মো: সিরাজ উদ্দিন, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর নজরুল ইসলাম চৌধুরী, এসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এম দুলাল, পাবলিক রিলেশন অফিসার মো: সোহরাব আকন্দ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement