১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাঁচ কেজি স্বর্ণসহ গ্রেফতার দুই চীনা নাগরিক রিমান্ডে

-

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জারলাইটের ভেতরে সোয়া পাঁচ কেজি ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ গ্রেফতার দুই চীনা নাগরিককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন লিউ ঝনজিলাং ও চেনজেংক। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত তাদের এই রিমান্ডের আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই জাকির হোসাইন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৩ মে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করেন লিউ ঝনজিলাং ও চেনজেংক। ফ্লাইটটি বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজে তল্লাশি চালান গোয়েন্দারা। এ সময় ফ্লাইটের ১৪ এ এবং ১৩ এফ আসনে থাকা যাত্রী লিউ ঝনজিলাং ও চেনজেংকের পরিচয় নিশ্চিত করা হয়।
তল্লাশি করে তাদের কাঁধে রাখা ব্যাগে তিনটি চার্জারলাইট পাওয়া যায়। স্ক্যানিং মেশিনে লাইটগুলো পরীক্ষা করে তাতে বিশেষ কায়দায় স্বর্ণের বার লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। পরে কাস্টমস হলে সব সংস্থার উপস্থিতিতে চার্জারলাইট তিনটি ভেঙে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণবার বের করা হয়। জব্দ স্বর্ণবারের বাজারমূল্য পাঁচ কোটি এক লাখ ৫৮ হাজার টাকা।

 


আরো সংবাদ



premium cement