১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইবতেদায়ি মাদরাসার সমস্যা সমাধান ও উৎসব ভাতা প্রদানের দাবি

-

রাজধানীর পুরানা পল্টনস্থ আজাদ সেন্টারে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের উদ্যোগে ‘ইবতেদায়ি মাদরাসার সমস্যা সমাধানের পথ ও বর্তমান কারিকুলাম’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মো: আবদুর রহমানের সঞ্চালনায় আলোচকরা অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, ইবতেদায়ি মাদরাসার সমস্যা সমাধান করা না হলে মাদরাসা শিক্ষাব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ৪৩১২টি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার জোর দাবি জানানো হয়। বলা হয়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ একটি সাংবিধানিক অধিকার ও জাতীয় প্রয়োজন। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার উপযোগী নাগরিক গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই। সভায় আরো আলোচনা করেন দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহ, অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ মাওলানা আবু হানিফ, মোহাদ্দিছ ড. নজরুল ইসলাম, ড. আহমদ উল্লাহ, মো: নুরুল্লাহ, মাওলানা মো: মুসলেহ উদ্দিন, মাওলানা তানজিম শরীফ প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর হওয়ার পরও অনুমোদিত ৪৩১২টি ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্ত না হওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক। জাতীয় প্রয়োজনেই দেশের প্রতিটি গ্রামে একটি করে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা ও শিক্ষায় বৈষম্য নিরসনে একমাত্র সমাধান জাতীয়করণ।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বেসরকারি শিক্ষায় অনার্স মাস্টার্স পাঠদানকারীদের এমপিও নেই, বদলি নেই, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া নেই, পূর্ণাঙ্গ উৎসব বোনাম নেই, পূর্ণাঙ্গ ভবিষ্যৎ তহবিল নেই, পূর্ণাঙ্গ চিকিৎসাভাতা নেই, পাহাড়ি ভাতা নেই, শুধু নেই আর নেই। এ অবস্থায় এক মাত্র সমাধান শিক্ষাব্যবস্থায় জাতীয়করণ। যেতেু শিক্ষাব্যবস্থা জাতীয়করণে বিলম্ব হচ্ছে সেহেতু পর্যায়ে ক্রমে বৈষম্য নিরসনের দাবি জানান বক্তারা। বক্তারা আসন্ন ঈদুল আজহায় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানান। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল