শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে কলেজছাত্রকে হত্যা
- গাজীপুর প্রতিনিধি
- ২৩ মে ২০২৪, ০০:০০
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কলেজছাত্র ফরিদ আহম্মেদ (১৯) হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। সে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের মোস্তফার ছেলে। গতকাল রাত ৮টায় শ্রীপুর পৌরসভার মাওনা (মাটির মসজিদ) এ এস আর কারখানার সামনে হামলা হয়। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় ফরিদকে মৃত ঘোষণা করে।
নিহত ফরিদের চাচা জলিল মাস্টার বলেন, ঝুট ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বিকেলে তার কয়েক বন্ধু ফরিদের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার পর তাদের এগিয়ে নিয়ে যাওয়ার সময় ওই এলাকার মামুন ফকিরসহ স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া করলে দৌড় দিতে গিয়ে ফরিদ পড়ে যায়। এ সময় মামুন ফকির তার সাথে থাকা শাকিব, মারুফ, মাহফুজ, তার বাবা আতাউল্লাহ, শামীম, আকাশসহ ২০-৩০ জনকে নির্দেশ দেয় তাকে মেরে ফেলার জন্য। এ সময় তারা ফরিদকে এলোপাতাড়ি মারতে থাকে। পরে আতাউর রহমানের ছেলে শাকিব ফরিদকে গুলি করে। শাকিব গত দুই দিন আগে জেল থেকে বের হয়ে এলাকায় আসে। সে মামুন ফকিরের লোক।
স্থানীয়রা জানান, ঘটনাটি পূর্ব বিরোধের হলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল হত্যাকাণ্ডটি নিয়ে নির্বাচনী ইস্যু সৃষ্টি করার চেষ্টা করছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হুদা জানান, নিহত ফরিদ আহম্মেদের বাম চোখের বাম কর্নারে মারাত্মক আঘাতের চিহ্ন এবং বাম কাঁধে গুলির মতো ছিদ্র রয়েছে। তবে এটিগুলির ছিদ্র কি না তা তিনি নিশ্চিত করতে পারেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা