চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
- চট্টগ্রাম ব্যুরো
- ২২ মে ২০২৪, ০০:০৫
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তার স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন বাদি হয়ে একই কার্যালয়ে মামলা দু’টি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুল বারিক ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী চেয়ে ২০২০ সালের অক্টোবর মাসে নোটিশ দেয় দুদক। জমা দেয়া সম্পদবিবরণী যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে, ফেরদৌস ইয়াসমিন খানম ১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ সম্পদের মালিক।
এজাহারে আরো বলা হয়, পেশায় গৃহিণী হয়েও স্বামীর অবৈধ আয়ে এসব সম্পদের মালিক হন ফেরদৌস ইয়াসমিন খানম। অপর দিকে আবদুল বারিক ১ কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।
সূত্র বলছে, নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এবং খুলশীতে ফ্ল্যাট, আড়ুাবাদ সিডিএ আবাসিক এলাকায় বিলাসবহুল ভবন, হালিশহর সোনালী আবাসিক এলাকায় নিজের ৪ গণ্ডা জমির ওপর ভবন, ঢাকার আশকোনায় নুর কাদের হাইটসে ফ্ল্যাট, মোহাম্মদিয়া হাউজিংয়ে প্রায় সাড়ে ৫ কাঠা জমি, ঢাকার রামচন্দ্রপুরে ৩০ কাঠা জমি, নোয়াখালীর সোনাইমুড়িতে টিনশেড ঘরসহ ৩ কাঠা জমি, বেগমগঞ্জের রশিদপুরে ৭ কাঠারও বেশি জমি, নোয়াখালীর বেগমগঞ্জ থানার রশিদপুরে ছেলের নামে ৩০ কাঠা জমি কিনেছেন আব্দুল বারিক।
এ ছাড়া কোটি টাকার অংশীদারিত্ব রয়েছে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল, ফেনীর উত্তরা হাসপাতাল, আলকেমী হাসপাতাল ও এইচবি অটোমোবাইলসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা