গজারিয়ায় সাংবাদিক ও পুলিশ পেটানো চেয়ারম্যান মিঠু বরখাস্ত
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১৭ মে ২০২৪, ০০:০০
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর মামলায় কারাগারে থাকা হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে বরখাস্ত করেছে মন্ত্রণালয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, গত বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা-১ হতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মিঠুর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) উপধারা অনুযায়ী কেন তাকে স্থায়ীভাবে এই পদ থেকে অপসারণ করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের এর জবাব দিতে বলা হয়েছে। মুন্সীগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: যুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ অবস্থায় ১ নং প্যানেল চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। বিচারে যদি সে নির্দোষ হয় তাহলে পুনরায় কার্যক্রম চালাতে পারবেন তবে এর আগ পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন।
উল্লেখ্য, ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অনুষ্ঠিত হয় ভোট গ্রহণে। নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে দুই দফা পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে পুলিশকে মারধরের ছবি তুলতে যাওয়ায় মিঠুর সমর্থকদের হামলার শিকার হন দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি গুলজার হোসেন। এ ঘটনায় পুলিশ ও আহত সাংবাদিক গুলজার হোসেন বাদি হয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে গজারিয়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। এরপর গত শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা