হোসেনপুরে প্রচণ্ড গরমে শ্রেণীকক্ষে অসুস্থ ৩০ শিক্ষার্থী
- হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১৭ মে ২০২৪, ০০:০০
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রচণ্ড গরমে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেনপুর এক নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল ও উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সালমা আক্তারসহ সংশ্লিষ্ট অভিভাবকরা।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই প্রচণ্ড গরম থাকায় ওই দিন প্রথম শ্রেণীর একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়ে। পরে অন্য শ্রেণিগুলোতেও গিয়ে একই চিত্র দেখা যায়। অসুস্থ বেশির ভাগ শিক্ষার্থীকে স্কুলের অফিসরুমে ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অভিভাবকদের খবর দিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়। স্কুলের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, দুপুরে হঠাৎ-ই তীব্র গরমে একটি ক্লাসের কয়েকজন শিক্ষার্থী প্রথমে অসুস্থ হয়ে যায়। পরে অন্যান্য শ্রেণিতে গিয়ে একই অবস্থা দেখা দিলে ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসাশেষে অভিভাবকদের খবর দিলে তারা এসে সন্তানদের বাড়িতে নিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটি ছুটি দিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল জানান, বৃহস্পতিবার গরম স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিলো। ঘটনাস্থলে এসে দেখেছি শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। পরে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবক ডেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা