১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিক্ষাবিদ ড. আশরাফ উল আলমের ইন্তেকাল

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. আশরাফ উল আলম যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী বিলকিস আলম এবং এক ছেলে রেখে গেছেন।
তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর মেধাবী ছাত্র আশরাফ উল আলম উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ষাট দশকের প্রথমার্ধে। তিনি টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে অর্জন করেন পিএইচডি। পরে কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলেও দীর্ঘ চার দশক শিক্ষকতা করেন যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সিটি স্টেইট ইউনিভার্সিটিতে।
সাদাসিধে অথচ প্রাণচাঞ্চল্যে ভরপুর আশরাফ উল আলম জীবনের শেষ দিন পর্যন্ত কৌতূহলী ছিলেন নতুন কিছু শিখতে। আজীবন কর্মব্যস্ত ড. আলম অবসর জীবনে মনোনিবেশ করেন লেখালেখিতে এবং প্রকাশ করেন ছোট গল্প, কবিতা ও শিশুদের জন্য ছড়ার বই। তার ইন্তেকালে গভীরভাবে শোকাহত তার সহকর্মী, বন্ধু, কাছের মানুষ এবং সর্বোপরি তার অগণিত শিক্ষার্থী, যাদের জীবনকে তিনি আলোকিত করেছিলেন জ্ঞানের আলোয়। নর্থ ক্যারোলাইনার এলিজাবেথ সিটিতে তাকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement