ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিক্ষোভ
- ১৩ মে ২০২৪, ০০:০৫
সারা বিশে^র ন্যায় ইসরাইলবিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ হারুন উর রশিদ সিআইপির নেতৃত্বে এ বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ^বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ শেষে আবারো কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় আলহাজ হারুন উর রশীদ সিআইপি বলেন, ফিলিস্তিনের এ সঙ্কটময় সময়ে পুরো বিশে^র মুসলিম মোড়লদের একত্রিত হয়ে চলমান যুদ্ধ বন্ধে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের ওপরে ইসরাইলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশে^ নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ-পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরাইলবিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু-একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন।
নেতাকর্মীরা বলেন, সব দেশ জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি অবিলম্বে বন্ধ হোক চলমান এ আগ্রাসন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা